মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি
মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল
বিটিআরসিমোবাইল ফোনের এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, এনইআইআর সিস্টেমের সার্ভারের অবস্থান ও ব্যবহৃত আইপি ঠিকানা নিয়ে সম্প্রতি অনলাইনে একাধিক ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ গুজব।
বিটিআরসি জানায়, অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট শনাক্ত, চুরি রোধ, অবৈধ ফোন ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ দমন এবং সরকারের রাজস্ব সুরক্ষার লক্ষ্যে গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এনইআইআর সিস্টেম চালু করা হয়েসংস্থাটি স্পষ্ট করে জানায়, এনইআইআর সিস্টেমের সব তথ্য দেশের ভেতরেই একটি নিরাপদ স্থানে সংরক্ষিত। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সরকারের ডাটা প্রোটেকশন সংক্রান্ত সব নীতিমালা অনুসরণ করে পুরো ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।এ ছাড়া সিস্টেমে ব্যবহৃত আইপি ঠিকানা বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামে এপিএনআইসি থেকেবরাদ্দপ্রাপ্ত। ফলে এই সিস্টেমের কোনো তথ্য বা ট্রাফিক দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এনইআইআর পরিচালনার জন্য প্রয়োজনীয় সব অনুরোধ ও তথ্যপ্রক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরেই সম্পন্ন হচ্ছে বলে জানানো হয়।
...
:
বিটিআরসি আরও জানায়, আইপি রুট বিশ্লেষণ করেও সিস্টেমটির দেশীয় অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাই এনইআইআর সিস্টেম নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment