লজ্জাস্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে

 লজ্জাস্থান মুখে নেওয়া কী জায়েজ ইসলাম কী বলে

তবে লজ্জাস্থান মুখে নেওয়া (oral sex) বিষয়ে আলেমদের মধ্যে ভিন্নমত আছে।সংক্ষেপে ইসলামী মতামতগুলো:


বেশিরভাগ আলেমের মত:


👉 সরাসরি লজ্জাস্থান মুখে নেওয়া অপছন্দনীয় (মাকরূহ)

কারণ—

লজ্জাস্থান নাপাক স্থানের কাছাকাছি

মুখে নাপাকি যাওয়ার আশঙ্কা থাকে

শালীনতা ও মর্যাদার পরিপন্থী হতে পারে



কিছু আলেমের মত:



👉 যদি নাপাকি মুখে না যায়, স্বামী–স্ত্রী দুজনেই রাজি থাকে এবং ক্ষতি না হয়, তাহলে হারাম বলা যাবে না, তবে উত্তমও নয়

যেগুলো অবশ্যই হারাম:

নাপাকি (মযী/বীর্য/পেশাব ইত্যাদি) মুখে নেওয়া বা গেলা

স্ত্রীর পায়ুপথে বা মুখে বীর্য নিঃসরণ করে 

উত্তম কী?

✔️ স্বামী–স্ত্রী যেন এমন পদ্ধতি বেছে নেয় যা

নাপাকি থেকে মুক্ত

লজ্জাশীলতা বজায় রাখে

শরীয়তের সীমার ভেতরে থাকে

📌 উপসংহার:

ইসলামে এটি স্পষ্টভাবে হালাল বলা হয়নি, অধিকাংশ আলেম মাকরূহ বলেছেন। তাই এড়িয়ে চলাই উত্তম ও নিরাপদ।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন