ছেলেদের বাচ্চা না হওয়ার কারণে

 

 ছেলেদের বাচ্চা না হওয়ার কারণে










ছেলেদের বাচ্চা না হওয়ার প্রধান কারণগুলো হলো শুক্রাণু উৎপাদন কম হওয়া, শুক্রাণুর সংখ্যা বা গতিশীলতা কম থাকা, শুক্রাণু বের হওয়ার পথে বাধা (যেমন সংক্রমণ বা জন্মগত ত্রুটি), হরমোনের ভারসাম্যহীনতা, জিনগত সমস্যা, এবং কিছু জীবনযাত্রার কারণ (ধূমপান, অতিরিক্ত ওজন) ও চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া। মূল সমস্যা হলো শুক্রাণু তৈরি, পরিবহন, বা ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা কমে যাওয়া। 


প্রধান কারণসমূহ:


শুক্রাণু উৎপাদন সমস্যা: <br> * শুক্রাণু কম থাকা (Oligospermia) বা একেবারেই না থাকা (Azoospermia): অণ্ডকোষের সমস্যা, হরমোনজনিত কারণ, বা নালীতে ব্লকেজের জন্য হতে পারে। <br * অস্বাভাবিক শুক্রাণু: শুক্রাণুর আকার বা গতিশীলতা কম থাকলে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। <br * Varicocele: অণ্ডকোষে শিরার স্ফীতি, যা শুক্রাণুর মান কমিয়ে দেয়। 


নালী বা প্রতিবন্ধকতা: <br * ব্লকেজ: সংক্রমণ (STIs), সার্জারি বা জন্মগত কারণে শুক্রাণু পরিবহনকারী নালীতে বাধা। 


হরমোনের ভারসাম্যহীনতা: <br * টেস্টোস্টেরন, FSH, LH-এর মতো হরমোনের অভাব শুক্রাণু উৎপাদনে বাধা দেয়। 


জিনগত কারণ: <br * ক্রোমোজোমাল অস্বাভাবিকতা বা জিনগত ত্রুটি। 


চিকিৎসাগত অবস্থা: <br * ক্যান্সারের চিকিৎসা (কেমোথেরাপি/রেডিয়েশন), স্টেরয়েড ব্যবহার, বা প্রোস্টেট সার্জারি। 


জীবনযাত্রার কারণ: <br * ধূমপান, মদ্যপান, অতিরিক্ত ওজন, চাপ, এবং কিছু নির্দিষ্ট ঔষধ। 


যৌন সমস্যা: <br * ইরেক্টাইল ডিসফাংশন (লিঙ্গ উত্থান সমস্যা) বা বীর্যপাত সমস্যা। 


কখন ডাক্তারের পরামর্শ নেবেন:


এক বছর বা তার বেশি সময় ধরে চেষ্টা করার পরও সন্তান না হলে।


অণ্ডকোষে ব্যথা, ফোলা, বা পিণ্ড থাকলে।


যৌন স্বাস্থ্যের কোনো সমস্যা বা হরমোনজনিত লক্ষণ থাকলে। 


একজন ইউরোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞ সঠিক কারণ নির্ণয় করতে রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড এবং বীর্য পরীক্ষা (Semen Analysis) করার পরামর্শ দিতে পারেন।



🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন