- তোমার বসার স্টাইল বলবে তুমি কেমন মানুষ মিলিয়ে নেও
- তোমার বসার স্টাইল বলবে তুমি কেমন মানুষ মিলিয়ে নেও
১. পা ছড়িয়ে বসাযারা এভাবে বসে, তারা সাধারণত-
আত্মবিশ্বাসী
নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পছন্দ
করে
লিডারশিপ কোয়ালিটি থাকে
কখনো কখনো এরা একটু বেশি প্রভাব বিস্তার করতে চায়।
২. পা জোড়া করে সোজা হয়ে বসা
এই মানুষগুলো-
শৃঙ্খলাপরায়ণ
দায়িত্ববান
ভদ্র ও মার্জিত স্বভাবের
এরা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে।
৩ এক পা আরেক পায়ের ওপর তলে
আত্মবিশ্বাসের সঙ্গে স্বাধীন মনোভাব
তবে মাঝে মাঝে এরা একটু রহস্যময়ও হয়।
৪. সামনে ঝুঁকে বসা
যারা সামনে ঝুঁকে বসে-
তারা খুব মনোযোগী
কৌতূহলী
অন্যের কথা মন দিয়ে শোনে
এই মানুষগুলো সাধারণত আন্তরিক ও যত্নশীল হয়।
৫. চেয়ারে হেলান দিয়ে বসা
এই স্টাইলের মানুষরা-
শান্ত স্বভাবের
চাপ নিতে জানে
জীবনকে সহজভাবে উপভোগ করতে চায়
তবে প্রয়োজনে এরা দ্রুত সিদ্ধান্তও নিতে
৬. বসে বসে পা নাড়ানো
এর মানে হতে পারে-
ভেতরে ভেতরে অস্থিরতা
অতিরিক্ত চিন্তা
এনার্জিতে ভরপুর মন
অনেক সময় এটা বিরক্তি বা উত্তেজনার ইঙ্গিত দেয়।
মনে রাখবে
একজন মানুষের বসার স্টাইল তার মানসিক অবস্থা ও
ব্যক্তিত্বের আভাস দেয়,
তবে এটা ১০০% সত্য নয়।
পরিস্থিতি, মুড আর পরিবেশও বড় ভূমিকা রাখে।
* তুমি কোন স্টাইলে বসো?
কমেন্টে জানাও
পোস্টটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment