সিজারে সন্তান নিলে কি জান্নাত মিলবে না, ইসলাম যা বলছে

 সিজারে সন্তান নিলে কি জান্নাত মিলবে না, ইসলাম যা বলছে

নিজস্ব প্রতিবেদক: সিজারে সন্তান প্রসব করলে মা জান্নাতে যাবেন না-এমন একটি ভুল ধারণার ওপর স্পষ্ট বক্তব্য দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল ধারণা। মা প্রসবের কষ্টকে সহ্য করে যদি মারা যান, তবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন, যা হাদিস দ্বারা প্রমাণিত। এই মর্যাদা প্রাকৃতিক প্রসব বা সিজার-উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।


শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, "যেকোনো অপারেশনেও প্রসবের যন্ত্রণা এবং কষ্ট থাকে। কারণ সিজারে ব্যথা দেওয়া হয়, অপারেশন করা হয়, এরপর অনেক দিন পর্যন্ত ব্যথা থাকে। এমনকি অনেক সময় স্বাভাবিক প্রসবের চেয়ে সিজারের কষ্ট আরও বেশি হয়।"


ইসলামি দৃষ্টিকোণ থেকে, সন্তানের জন্ম দিতে গিয়ে মায়ের কষ্ট এবং এর ফলে মৃত্যু হলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। হাদিসে এসেছে, এমন মৃত্যু শহীদের মৃত্যুর সমতুল্য। শায়খ আহমাদুল্লাহ জোর দিয়ে বলেন, কোনো হাদিসে বলা হয়নি যে, শুধুমাত্র স্বাভাবিক প্রসবের মাধ্যমেই এই মর্যাদা লাভ করা যাবে। বরং প্রসবকালীন কষ্ট, যন্ত্রণাই মূল বিবেচ্য বিষয়।


অতএব, এটি বলা সম্পূর্ণ ভুল যে সিজারে সন্তান জন্ম দিলে কোনো মা এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন। এই ধরনের ভুল তথ্য প্রচার না করে বরং সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত।


<

Countdown Timer

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন