যেসব লক্ষণে বুঝবেন নিঃশব্দে গলে প'চে যাচ্ছে লিভার

 যেসব লক্ষণে বুঝবেন নিঃশব্দে গলে প'চে যাচ্ছে লিভার

লিভার আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি দেহ থেকে বিষাক্ত পদার্থ দূর করে, পুষ্টি পরিপাক ও শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। কিন্তু লিভারের সমস্যা অনেক সময় নিঃশব্দে শুরু হয় এবং প্রাথমিক সংকেতগুলো সাধারণত উপেক্ষিত হয়। তাই সমস্যার কথা বুঝতে না পেরে চিকিৎসা শুরুতে দেরি হয়ে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিচের কয়েকটি উপসর্গ অনুভব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।প্রথমত, অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ লিভারের অসুস্থতার প্রাথমিক সংকেত হতে পারে। পর্যাপ্ত ঘুম সত্ত্বেও দিনভর শক্তিহীন থাকলে সতর্ক হওয়া উচিত। দ্বিতীয়ত, চোখ ও ত্বকে হলুদ ভাব দেখা দিলে তা জন্ডিস বা লিভারের সমস্যা নির্দেশ করতে পারে। তৃতীয়ত, দেহের ডান পাশের উপরের অংশে পেশিতে বা কোমরের ওপর অংশে ব্যথা বা ফোলা লিভারের প্রদাহের ইঙ্গিত হতে পারে।


চতুর্থত, পেটে গ্যাস, পেটফাঁপা বা হজমে সমস্যা লিভারের অস্বাভাবিকতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। পঞ্চমত, দীর্ঘ সময় ধরে ত্বকে চুলকানি অনুভূত হলে তা উপেক্ষা করা ঠিক নয়। ষষ্ঠত, পা বা আঙুলের ফোলা লিভারের কাজ ঠিক না থাকলে দেখা দিতে পারে, কারণ দেহে তরল জমতে থাকে। শেষ অবধি, সহজে রক্তপাত বা চোট লাগা লিভারের ক্রিয়ার ঘাটতি নির্দেশ করে, কারণ এটি ব্লাড ক্লটিং প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ।চতুর্থত, পেটে গ্যাস, পেটফাঁপা বা হজমে সমস্যা লিভারের অস্বাভাবিকতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। পঞ্চমত, দীর্ঘ সময় ধরে ত্বকে চুলকানি অনুভূত হলে তা উপেক্ষা করা ঠিক নয়। ষষ্ঠত, পা বা আঙুলের ফোলা লিভারের কাজ ঠিক না থাকলে দেখা দিতে পারে, কারণ দেহে তরল জমতে থাকে। শেষ অবধি, সহজে রক্তপাত বা চোট লাগা লিভারের ক্রিয়ার ঘাটতি নির্দেশ করে, কারণ এটি ব্লাড ক্লটিং প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ।


এই উপসর্গগুলোর মধ্যে যদি কোনোটি দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। নিয়মিত লিভার ফাংশন টেস্ট করানো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং অপ্রয়োজনীয় ওষুধ ও মদ্যপান এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।

Countdown Timer

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন