এতে দুর্গন্ধযুক্ত গ্যাস ও দীর্ঘদিনের ফাঁপাভাব কমে।

 এতে দুর্গন্ধযুক্ত গ্যাস ও দীর্ঘদিনের ফাঁপাভাব কমে।





গ্যাস্ট্রিক অ্যাসিডের স্বাভাবিকতা ফিরিয়ে আনে-----


অনেকেই ভাবেন গ্যাস মানেই অ্যাসিড বেশি, কিন্তু বাস্তবে—


অনেক সময় অ্যাসিড কম থাকলেও গ্যাস হয়।




হলিস্টিক মেডিসিন—


১- অ্যাসিড বেশি বা কম—উভয় অবস্থায়ই ব্যালান্স করে


২- বুক জ্বালা, টক ঢেঁকুর, অস্বস্তি কমায়


৩- পাকস্থলীর আবরণকে সুরক্ষা দেয়




 কোষ্ঠকাঠিন্য দূর করে, অন্ত্রের গতি স্বাভাবিক করে


 দীর্ঘদিন মল জমে থাকলে গ্যাস আটকে যায়।




হলিস্টিক চিকিৎসা—


১- অন্ত্রের নড়াচড়া স্বাভাবিক করে


২- প্রাকৃতিকভাবে মল ত্যাগ সহজ করে


৩- গ্যাস আটকে থাকার প্রবণতা কমায়।


ফলে পেট হালকা ও আরামদায়ক অনুভূত হয়।




মানসিক চাপ ও নার্ভাস সিস্টেমে কাজ করে----


দুশ্চিন্তা, টেনশন ও স্ট্রেস সরাসরি পেটের সাথে যুক্ত।




হলিস্টিক পদ্ধতিতে—


১- নার্ভাস সিস্টেম শান্ত হয়


২- স্ট্রেস-জনিত গ্যাস ও IBS টাইপ সমস্যা কমে


৩- ঘুম ও ক্ষুধা স্বাভাবিক হয়




রোগীভেদে চিকিৎসা (Individualized Treatment)


হলিস্টিক মেডিসিনে—


১- সবার জন্য এক ওষুধ নয়


২- রোগীর খাদ্যাভ্যাস, জীবনযাপন, মানসিক অবস্থা অনুযায়ী চিকিৎসা। 


৩- তাই দীর্ঘদিনের গ্যাস সমস্যাতেও টেকসই উন্নতি দেখা যায়।




বিশেষভাবে উপকার পায় যারা—


১- বহু বছর ধরে গ্যাসে ভুগছেন


২- বারবার ওষুধ খেয়েও সাময়িক উপকার পাচ্ছেন


৩- IBS, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যে একসাথে ভুগছেন


৪- অকারণে পেট ফুলে থাকে




মনে রাখবেন -------


গ্যাস কোনো ছোট সমস্যা নয়—এটা শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার সংকেত।


হলিস্টিক মেডিসিন শরীরকে নিজে থেকে ঠিক হওয়ার ক্ষমতা ফিরিয়ে দেয়, তাই সমস্যা মূল থেকে কমে।




বিশেষ দ্রষ্টব্য ------------


যারা দীর্ঘদিনের গ্যাস ও হজম সমস্যার সমাধানে


 চিকিৎসা নিতে আগ্রহী, 





🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন