কানে চুল হওয়া — এর মানে কী?
কানে চুল হওয়া — এর মানে কী?
কানে চুল হওয়া — এর মানে কী?সাধারণভাবে কানে চুল হওয়া কোনো বিশেষ রোগের লক্ষণ নয়। এটা সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক ব্যাপার। তবে কিছু কারণ থাকে—
🔹
১. জেনেটিক কারণ (বংশগত)
অনেক পুরুষের কানে চুল হওয়ার প্রধান কারণ বংশগত। পরিবারে যাদের আছে, তাদের হলে এটাও স্বাভাবিক।
২. বয়স বাড়া
বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের কানে, নাকে ও ভ্রুতে চুল বাড়া একটা স্বাভাবিক শারীরিক পরিবর্তন। বিশেষ করে ৩০–৪০ বছর পর থেকে বেশি দেখা যায়।
৩. হরমোন (অ্যান্ড্রোজেন) বৃদ্ধি
টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন লেভেল বেশি হলে শরীরের কিছু জায়গায় (নাক, কান, বুকে) চুল বাড়তে পারে।
এটা কোনো সমস্যা না—শুধুই হরমোনের স্বাভাবিক প্রভাব।
৪. স্বাস্থ্য সমস্যা নয়
অনেকে মনে করেন কানে চুল মানেই কোনো রোগ বা সমস্যা—
➡️ আসলে না। এটা শুনে মনে হলেও এর সাথে কিডনি/হার্ট/ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই।
📌
সংক্ষেপে:

Comments
Post a Comment