যে বিশেষ মধু বাড়াতে পারে ভয়ঙ্কর যৌ'ন উত্তেজনা, জেনে নিন
যে বিশেষ মধু বাড়াতে পারে ভয়ঙ্কর যৌ'ন উত্তেজনা, জেনে নিন
মধু-প্রাকৃতিক একটি মিষ্টি তরল, যা মৌমাছি ফুলের মধুরস থেকে তৈরি করে-বিশ্বজুড়ে সুপরিচিত ওষুধি গুণের জন্য। শতাধিক প্রজাতির মধুর মধ্যে বেশির ভাগই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এমন একটি মধু আছে, যা যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু অতিরিক্ত হলে প্রাণঘাতীও হতে পারে। এই মধুর নাম 'ম্যাড হানি' বা 'পাগলা মধু', যা শুধুমাত্র নেপাল ও তুরস্কে উৎপন্ন হয়।হিমালয়ের উঁচু অঞ্চলে বসবাসকারী বিশালাকৃতি মৌমাছিরা রডোডেনড্রন ফুলের মধু ও পরাগরেণু থেকে এই বিশেষ মধু তৈরি করে। এতে থাকে গ্রায়ানোটক্সিন (Grayanotoxin) নামের রাসায়নিক যৌগ, যা শরীরে নেশাসদৃশ প্রভাব ফেলে এবং অতিরিক্ত মাত্রায় বিষক্রিয়াও ঘটাতে পারে।এই মধুর ব্যবহার প্রাচীনকাল থেকে। খ্রিষ্টপূর্ব ৪০১ সালে গ্রিক সেনানায়ক জেনোফন তাঁর Anabasis গ্রন্থে উল্লেখ করেছেন, সৈন্যরা এটি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। খ্রিষ্টপূর্ব ৬৫ সালে রাজা মিত্রিদাতেস এটিকে রোমান সেনাদের বিরুদ্ধে এক ধরনের জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। ১৮শ শতকে ইউরোপে এটি পানীয় তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও ব্যবহৃত হতো।
নেপাল ও ভারতের উত্তরাঞ্চলের হিমালয় অঞ্চলে বসবাসকারী গুরুঙ উপজাতি শতাব্দীর পর শতাব্দী ধরে এই মধু সংগ্রহ করে আসছে। তারা দড়ির মই বেয়ে ১,২০০ থেকে৪,০০০ মিটার উচ্চতায় পাহাড়ি খাদের কিনারে গিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করে। মৌচাকের কাছাকাছি পৌঁছার জন্য তারা নিচ থেকে ধোঁয়া দেয়, যাতে মৌমাছিরা সরে যায়। তবে অতিরিক্ত শিকার, সড়ক নির্মাণ ও বাঁধের কারণে মৌচাকের সংখ্যা দ্রুত কমছে।
Science Direct-এর এক প্রতিবেদনে দেখা
গেছে, পাহাড়ি মৌচাক ও মৌমাছির কলোনি বছরে বছরে হ্রাস পাচ্ছে। বর্তমানে ৫০০ গ্রাম ম্যাড হানির দাম নেপালে প্রায় ৪,০০০-৪,৫০০ টাকা (ভারতীয় মুদ্রায় ২২,৫০০-২,৮০০)।
RSC Advances-এ প্রকাশিত প্রতিবেদনে বলা
হয়েছে, ম্যাড হানি সাধারণত যৌন উত্তেজক, গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ, সর্দি-জ্বর, গলা ব্যথা, ডায়াবেটিস বাতরোগের বিকল্প চিকিৎসায় ব্যবহৃত হয়। ও
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসক বা ঐতিহ্যবাহী ওষুধ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে না হলে এটি খাওয়া বিপজ্জনক। Texas Heart Institute Journal-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলাঅতিরিক্ত ম্যাড হানি খেলে দেখা দিতে পারে বিপজ্জনকভাবে রক্তচাপ কমে যাওয়া, চেতনা হারানো, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া, মাথা ঘোরা ও দৃষ্টিভ্রম, খিঁচুনি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউরোপের আল্পস বা পিরেনিস পর্বতে তৈরি রডোডেনড্রন মধুতে এমন বিষাক্ত উপাদান থাকে না। কিন্তু নেপাল ও তুরস্কের ম্যাড হানি চিকিৎসকের তত্ত্বাবধানে ছাড়া একেবারেই খাওয়া উচিত নয়।
মধু যেমন প্রাকৃতিক উপহার, তেমনই বিপদের কারণ হতে পারে। এক চামচ ম্যাড হানি শরীরে উত্তেজনা আনতে পারে, কিন্তু অতিরিক্ত গ্রহণ মৃত্যুফাঁদেও পরিণত হতে পারে। প্রাচীন কথাটি আজও প্রযোজ্য- "অতি লোভে তাঁতি নষ্ট।"
তথ্যসূত্র: আজকাল

Comments
Post a Comment