জমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে সব না'রীর, জেনে নিন!
জমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে সব না'রীর, জেনে নিন!
জমজ শিশুদের নিয়ে আমাদের মধ্যে এক কৌতূহল কাজ করে। মজার ব্যাপার হচ্ছে যে জমজ শিশুর জন্ম বেড়েই চলেছে। ১৯৮০ সালের পরিসংখ্যান অনুযায়ী সদ্য ভূমিষ্ঠ প্রতি ৫৩ শিশুর, মধ্যে একজন জমজ হতো। ২০১৯ সালের পরিসংখ্যানে বেড়ে দারিয়েছে প্রতি ৩০ জানে একজন।গবেষণায় বলা হয়েছে, যেসব নারীর উচ্চতা বেশি তাদের জমজ সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা বেশি থাকে। গবেষণায় আরও বলা হয়েছে মায়ের উচ্চতার সঙ্গে জমজ সন্তানের জন্মদানের সম্পর্ক রয়েছে।কারণ আমাদের শরীর বেড়ে ওঠার জন্য বিশেষ কিছু বিষয় কাজ করে। জেক বলা হয় গর্ত ফ্যাক্টর। যা ইনসুলিন নামের এক বিশেষ প্রোটিন। এই ইন্সুলিন বোন সেল বৃদ্ধিকে নিয়ন্ত্রিত করে। একই সঙ্গে মেয়েদের লম্বা হওয়ার প্রবণতা ও যমজ সন্তান জন্মানো বিষয়টি নিয়ন্ত্রণ করে
সুস্থ থাকতে চান? তবে বাড়ি থেকে এখনই বি'দা'য় করুন এই ১০টি জিনিস
আজকাল আমরা সু'স্থ থাকার জন্য অনেক কিছুই করি। যেমন ম'শ'লাদার ও ভা'জা খাবারের বদলে স্বাস্থ্য'কর খাবার খাই, জি'মে যাই, যো'গা করি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, ইত্যাদি | কিন্তু জানেন কি আমাদের বাড়িতেই এমন অনেক অস্বাস্থ্যকর জিনিস আছে যার থেকে আমাদের শারীর খারাপ হতে পারে | তাই সবার আগে ওই অস্বাস্থ্যকর জিনিসগুলোকে বাড়ি থেকে বিদায় করুন |যদি রুম ফ্রে'শ'নার ব্যবহার করতেই হয় তাহলে নিজেই তা ঘরে তৈরি করে নিন | এটা তৈরি করতে একটা বড় পাত্রে জা'ল ভরুন । এতে লেবু, লেবুর খোসা বাটা, ল্যাভেন্ডা'র, দারচি'নি, মি'ন্ট, রোসমে'রী, তেজপাতা এবং স্টার অ্যা'নি'স সব একসঙ্গে মিশি'য়ে জল ফুটিয়ে নিন | দেখবেন সুন্দর সু'গ'ন্ধে ভ'রে উঠবে আপনার বাড়ি।
৪) বাসন মাজার স্পঞ্জ: প্রতি দু'সপ্তাহ অন্তর বা'সন মাজার স্পঞ্জ (স্ক'র্চ বাই'ট) পাল্টে ফেলুন। বিশেষজ্ঞরা মনে করেন একটা স্পঞ্জের প্রতি বর্গক্ষেত্রে ১০ মিলিয়ান ব্যাকটেরিয়া থাকে।
স্পঞ্জের ব'দ'লে সুতির কাপড় ব্যবহার করতে পারেন। যেহেতু কাপড় স্পঞ্জের থেকে পাতলা হয় তাই তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে 'ব্যা'ক'টেরিয়া কম জ'ন্মায়। তবে কাপড় ব্যবহার করলেও তা রোজ ভালো করে সা'বান দিয়ে ধুতে হবে।
৫) পুরনো ন'নস্টিক বাসন: এই ধরণের বাসনে রান্না করতে
সুবিধা হয় ঠিকই কিন্তু একটা সময়ের পর অবশ্যই পাল্টে ফেলুন | নিয়মিত ব্যবহারের ফলে নন স্টিক বাসনের ওপরের টে'ফলন কোটিং উঠে যায়। এই ধরণের বাসনে যখন রান্না করা হয় তখন টাক্সি'ক গ্যা'স এবং পার্টিকল রান্নাঘরের মধ্যে মি'শে যায় | এর থেকে ফ্লু' এর সম্ভাবনা অনেকটা বেড়ে যায়

Comments
Post a Comment