স'হবাসের পর দেরিতে গোসল করা যাবে কি? ইসলামের নির্দেশ জানুন

 স'হবাসের পর দেরিতে গোসল করা যাবে কি? ইসলামের নির্দেশ জানুন

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান 'আপনার জিজ্ঞাসা'। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।আপনার জিজ্ঞাসার ৩০৬৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে কাজী মঞ্জুর আহমেদ জানতে চেয়েছেন, সহবাসের পর দেরিতে গোসল করা যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।


প্রশ্ন: সহবাসের পর দেরিতে গোসল করা যাবে কি?


উত্তর: ধন্যবাদ প্রশ্নটির জন্য। সহবাসের পর কেউ


যদি গোসল দেরিতে করেন তাহলে গুনাহগার হবেন। দেরি করা জায়েজ নেই। সেক্ষেত্রে কতটুকু দেরি করছেন গুনাহ তার ওপর নির্ভর করবে। তবে এই গোসলে দেরি করা জায়েজ নেই। উত্তম হচ্ছে, যতদ্রুত সম্ভব গোসল করা। সহবাসের গোসলে দেরি না করাই সুন্নাহ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

Countdown Timer

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন