যে ভিটামিনের অভাবেই নষ্ট হচ্ছে রাতের ঘুম, জেনে নিন

 যে ভিটামিনের অভাবেই নষ্ট হচ্ছে রাতের ঘুম, জেনে নিন

ঘুমের ব্যাঘাত বা অনিদ্রার জন্য অনেকেই মানসিক চাপ, উদ্বেগ বা ব্যস্ততাকে দায়ী করলেও বিশেষজ্ঞরা বলছেন-ভিটামিন ঘাটতিও ঘুমের মান নষ্ট করার বড় কারণ হতে পারে। বিশেষ করে ভিটামিন বি-১২, বি-৬ ও ভিটামিন ডি-এর অভাব সরাসরি ঘুমের সময়সূচি ও গভীরতাকে প্রভাবিত করে।


চিকিৎসকদের মতে ভিটামিন বি-১১ শরীরেচিকিৎসকদের মতে, ভিটামিন বি-১২ শরীরে মেলাটোনিন হরমোন উৎপাদনে সহায়তা করে, যা ঘুম-জাগরণের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণ করে। ফলে এ ভিটামিনের ঘাটতি হলে ঘুম আসতে দেরি হয় এবং রাতের বেলায় বারবার ঘুম ভেঙে যেতে পারে।


ভিটামিন বি-৬ সেরোটোনিন ও মেলাটোনিন-ঘুম নিয়ন্ত্রক দুই গুরুত্বপূর্ণ হরমোন তৈরিতে ভূমিকা রাখে। এর অভাবে স্বাভাবিক ঘুম ব্যাহত হওয়া স্বাভাবিক বলেই জানান বিশেষজ্ঞরা।


এ ছাড়া ভিটামিন ডি মস্তিষ্কের যেসব অংশ ঘুম নিয়ন্ত্রণ করে, সেগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে এর ঘাটতি থাকলে অনিদ্রা, অতিরিক্ত ক্লান্তি বা অনিয়মিত ঘুমের সমস্যা দেখা দিতে পারে।


বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ঘুমের মান উন্নত করতে খাদ্যতালিকায় রাখতে হবে মাছ, মাংস, ডিম, দুধ-দইসহ ভিটামিন বি-১২ ও বি-৬ সমৃদ্ধ খাবার। একই সঙ্গে সূর্যালোকে


<

Countdown Timer

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন