ধূমপায়ীদের জন্য বড় দুঃসংবাদ, বাড়ল ৭ গুণ জরিমানা

 ধূমপায়ীদের জন্য বড় দুঃসংবাদ, বাড়ল ৭ গুণ জরিমানা


আইন-বিচার

ধূমপায়ীদের জন্য বড় দুঃসংবাদ, বাড়ল ৭ গুণ জরিমানা

 প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪০

 নিজস্ব প্রতিবেদক

ধূমপায়ীদের জন্য বড় দুঃসংবাদ, বাড়ল ৭ গুণ জরিমানা

ধূমপান

জনস্বাস্থ্যের সুরক্ষা ও তামাকের ব্যবহার কমিয়ে আনতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি এবং এর আওতা বাড়িয়ে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রকাশিত এই নতুন অধ্যাদেশে প্রকাশ্য স্থানে ধূমপানের জরিমানা পূর্বের ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


২০০৫ সালের মূল আইনটিতে বড় ধরনের পরিবর্তন এনে এবারের সংশোধনীতে পাবলিক প্লেসের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে।


এখন থেকে সরকারি দপ্তর বা হাসপাতালের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, হোটেল, শপিংমল, পার্ক, মেলা এবং পরিবহন টার্মিনাল এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে। এমনকি ভবনের প্রবেশপথ, বারান্দা কিংবা আশপাশের খোলা জায়গাতেও তামাকজাত দ্রব্য ব্যবহার করা যাবে না।নতুন আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো পাবলিক প্লেস থেকে ‘স্মোকিং জোন’ বা ধূমপানের জন্য নির্ধারিত স্থান ব্যবস্থার সম্পূর্ণ বিলুপ্তি। ফলে কোনো গণপরিসরেই এখন আর ধূমপানের জন্য আলাদা জায়গা রাখার সুযোগ থাকবে না।


এছাড়া তামাকজাত পণ্যের মোড়কীকরণেও আনা হয়েছে বড় পরিবর্তন। এখন থেকে প্রতিটি প্যাকেটে ‘স্ট্যান্ডার্ড প্যাকেজিং’ অনুসরণ করা বাধ্যতামূলক এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আকার বর্তমানের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। মূলত সাধারণ মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করতে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে সরকার এই বৈপ্লবিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন