হাতের রেখা বলে দিচ্ছে আপনার ভবিষ্যৎ! ডান হাতে ‘M’ থাকলে যা হয়

 হাতের রেখা বলে দিচ্ছে আপনার ভবিষ্যৎ! ডান হাতে ‘M’ থাকলে যা হয়

হাতের রেখা দিয়ে মানুষের ব্যক্তিত্ব, ভাগ্য ও জীবনধারা সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে জ্যোতিষশাস্ত্রের ধারা রয়েছে। বিশেষ করে যে ব্যক্তির ডান হ...হাতের রেখা দিয়ে মানুষের ব্যক্তিত্ব, ভাগ্য ও জীবনধারা সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে জ্যোতিষশাস্ত্রের ধারা রয়েছে। বিশেষ করে যে ব্যক্তির ডান হাতে ‘এম’ চিহ্ন দেখা যায়, তাদেরকে ভাগ্যবান ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হিসেবে বিবেচনা করা হয়।


জ্যোতিষশাস্ত্র মতে, এই ‘এম’ চিহ্ন হৃদয়রেখা, মস্তিষ্করেখা এবং জীবনরেখার সমন্বয়ে গঠিত হয়। সব মানুষের হাতেই এটি দেখা যায় না, এবং যাদের হাতে থাকে, তাদের চিহ্নের স্পষ্টতা ভিন্ন ভিন্ন হতে পারে।


পুরুষদের ক্ষেত্রে:


জীবনে সম্মান ও যশ অর্জন।


ধনী ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে সমাজে স্বতন্ত্র অবস্থান।


জীবনসঙ্গীকে সম্মান দেওয়া এবং ভালোবাসা পাওয়া।


নারীদের ক্ষেত্রে:


তুলনামূলকভাবে আরও ভাগ্যবান।


চালাক, সরলমনা এবং কাজে দক্ষ।


আদর্শ মা হিসেবে গুণাবলী বহন।


জ্যোতিষশাস্ত্র এই সব বৈশিষ্ট্য তুলে ধরে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেন, বাস্তব জীবন ও ব্যক্তিত্ব সবসময় জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাসের সঙ্গে মেলে না।

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন