মাত্র ৭০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে মাত্র আট বছর বয়সী মারুফ হাসান

 মাত্র ৭০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে মাত্র আট বছর বয়সী মারুফ হাসান। একই মাদরাসার নয় বছরের শিক্ষার্থী আব্দুর রহমানও মাত্র ১৪০ দিনে সম্পন্ন করেছে ৩০ পারা হিফজ। নাটোরের নূরে মদিনা মডেল মাদরাসার এই দুই ক্ষুদে হাফেজকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দ-উৎসবের পরিবেশ।



রোববার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শুরু থেকেই দুই শিক্ষার্থীই ছিলেন মনোযোগী, শৃঙ্খলাবদ্ধ ও নিরলস পরিশ্রমী। প্রতিদিন নির্ধারিত পাঠ যথাযথভাবে সম্পন্ন করার ফলে তাদের হিফজের গতি ছিল অসাধারণ।


আরও পড়ুনঃ অপহরণ নাটক সাজিয়ে নিজের দ্বিতীয় স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি!

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি নূরনবী সিরাজী বলেন, “কোরআনের প্রতি গভীর অনুরাগ, অধ্যবসায় ও আল্লাহর বিশেষ রহমত ছাড়া এ ধরনের অর্জন সম্ভব নয়। দুই শিক্ষার্থী আমাদের মাদরাসার জন্য গর্বের।”




হাফেজ হওয়ার পর নিজ অনুভূতি জানাতে গিয়ে মারুফ হাসান বলেন, “এটা আমার জীবনের বড় অর্জন। সবাই দোয়া করবেন, আমি যেন বিশ্বজয়ী হাফেজ হতে পারি।” তার বাবা শিবচরের প্রবাসী বেলাল মোল্লা এবং মা জানান, ছোট বয়সে সন্তানের এই সাফল্য তাদের জন্য আল্লাহর মহা নেয়ামত। তারা চান, মারুফ ইসলামী শিক্ষায় আরো সমৃদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করুক।


আরও পড়ুনঃ সাতক্ষীরায় জামায়াতের শোডাউন, বহরের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

অন্যদিকে আব্দুর রহমান বলেন, “আল্লাহ আমাকে কোরআন মুখস্থ করার শক্তি দিয়েছেন। শিক্ষক এবং বাবা-মা প্রতিদিন অনুপ্রাণিত করেছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কোরআনকে জীবনভর ধারণ করাই আমার স্বপ্ন।” আব্দুর রহমানের বাবা সেন্টু মিয়া জানান, সন্তানের এই অর্জন তাদের পরিবারের জন্য গর্ব এবং আল্লাহর অশেষ অনুগ্রহ। তিনি দোয়া করেন, তার সন্তান একনিষ্ঠভাবে ইসলামের আলোয় পথ চলুক এবং আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক।


আপনার মতামত লিখুনঃ





Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন