জিন্সের প্যান্টে এই ছোট্ট পকেট কেন থাকে?

 জিন্সের প্যান্টে এই ছোট্ট পকেট কেন থাকে?

আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি জিন্স প্যান্টের সামনের পকেটের ওপরের অংশে ছোট আরেকটি পকেট থাকে। কেউ-কেউ হয়তো নিজেদের অভ্যাস, রুচি অনুযায়ী এতে খুচরা পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন। অনেকেই এই পকেটকে কয়েন পকেটও বলেন বা ভেবে থাকেন। কিন্তু বেশির ভাগ মানুষ এই পকেট হয়তো ব্যবহারই করেন না। কারণ, পকেটটা এতই ছোট যে এতে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু রাখা সম্ভব নয়। তা হলে কেন এই পকেট, এটি রাখার রহস্যটাই বা কী? নেট ঘেঁটে জানা গেছে, আঠারো শতকের দিকে পাশ্চাত্যের রাখাল (কাউ বয়) বালকরা জিন্স প্যান্ট পরতেন, আর তার সঙ্গে চেইন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। তখনকার সময়ে এই ঘড়ির বেশ প্রচলন ছিল। এই কাউ বয়রা প্রধানত তাদের ঘড়ি রাখতো তাদের ওয়েস্টকোটে। কিন্তু ওয়েস্টকোটে রাখার ফলে অনেক সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো। মূলত, ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য সেসময় থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। কোমরের বেল্টের সঙ্গে ঝুলিয়ে এই পকেটে ঘড়ি রাখলে ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো না। ফলে, ব্যাপকভাবে প্যান্টে এই পকেটের প্রচলন শুরু হয়। তবে বর্তমানে কালের বিবর্তনে অবশ্য সেই ঘড়ির প্রচলন একদম কমে গেছে। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও জিন্স প্যান্টে ছোট্ট পকেটটি রাখা হয়

Countdown Timer

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন