খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে যা জানালেন তার নিরাপত্তা উপদেষ্টা
খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে যা জানালেন তার নিরাপত্তা উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ফজলে এলাহী আকবর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আগের থেকে একটু ভালো’। তিনি (স্ট্যাবল (শারীরিক অবস্থা স্থিতিশীল) হলে অবশ্যই (বিদেশে) নেওয়ার একটা ব্যবস্থা করা হবে। নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি।
এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Comments
Post a Comment