৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
মিয়ানমার (বার্মা) ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র বার্মার দাওয়ে এলাকায় ছিল। এটি বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
Ad
প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় অধিদফতর এবং জরুরি সেবা সতর্ক রয়েছে।
গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে আঘাত হানে এসব ভূকম্পন। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭।
এরপর রাত ১১টা ১ মিনিটে মিয়ানমারে অনুভূত হয় ৩ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প। তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন
বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ)। সংগঠনটির চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফের পদত্যাগের দাবি উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাজা যুদ্ধের সময় ইসরায়েল সমর্থনকারী এক মার্কিন গবেষককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।
শনিবার (২২ নভেম্বর) রয়টার্স পর্যালোচিত নথিতে বলা হয়েছে, স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে। না হলে তাকে পদচ্যুত করা হবে। গবেষক ডেভিড বারকোভিটজকে ‘জিওনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ বলা হয়েছে। তিনি ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে বিভিন্ন লেখা প্রকাশ করেছেন। এছাড়া আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।
Ad
ডেভিড বারকোভিটজ নামের ওই আমন্ত্রিত গবেষক বিভিন্ন লেখায় ইসরায়েলের গাজা অভিযানকে সমর্থন করেছেন এবং এনইউর সেমিনারেও বক্তব্য দিয়েছেন।
স্টাকুফ জানিয়েছেন, আমন্ত্রণটি ভুলবশত হয়েছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বর্বর গণহত্যার নিন্দা করেন।
Ad
১৯২৬ সালে প্রতিষ্ঠিত এনইউ’র সদস্য সংখ্যা প্রায় ১০ কোটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সরব রয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৮৩৩ জন আহত হয়েছে।
কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
Ad
মন্তব্য করুন
কালবেলা গোপনীয়তার নীতি শর্তাবলি মন্তব্য প্রকাশের নীতিমালা বাংলা কনভার্টার বিজ্ঞাপন যোগাযোগ
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
সোশ্যাল মিডিয়া
নিউজলেটার
কালবেলা থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।
মোবাইল অ্যাপস
অ্যান্ড্রয়েড
আইফোন
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
স্বত্ব © কালবেলা মিডিয়া লিমিটেড ২০২৫
X
.jpeg)
Comments
Post a Comment