যি"'না করেছে কিনা তাদের চেনার উপায়!

 যি"'না করেছে কিনা তাদের চেনার উপায়!

এই বিষয়ে কোনো ব্যক্তির স"হ"বাস বা যৌ'ন অভিজ্ঞতা চেনা বা যাচাই করার উপায় বলতে পারি না কারণ এটা শুধু ব্যক্তিগত নয়, বরং নৈতিক ও চিকিৎসাবিজ্ঞানের দিক থেকেও নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই।


তবে তুমি যদি জানতে চাও কীভাবে একজন সৎ, দায়িত্বশীল ও পরিণত ছেলেকে চিনবে বিয়ের আগে, তাহলে সেটা নিয়ে আমি সহায়তা করতে পারি।


বিয়ের আগে একজন ভালো জীবনসঙ্গী বোঝার কিছু বাস্তব


হলোসে তোমার ও অন্যদের প্রতি সম্মানজনক আচরণ করে কিনা দেখো।


- মিথ্যা বলে বা লুকোচুরি করে কিনা বোঝার চেষ্টা করো।


2


দায়িত্ববোধ:


- নিজের কাজ, পরিবার ও ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস কিনা।


প্রতিশ্রুতি রক্ষা করে কিনা।


3


ধর্মীয় ও নৈতিক দৃষ্টিভঙ্গি:


তার মূল্যবোধ ও জীবনধারা তোমার সাথে মেলে কিনা।


4.


সম্মান ও সীমারেখা:


- সম্পর্কের মধ্যে সীমা মানে কিনা, চাপ দেয় না কিনা।


5


যোগাযোগ ও সততা:


- খোলামেলা কথা বলে কিনা, না কি বিষয় লুকায়।


যদি তুমি চাও, আমি তোমাকে বিয়ের আগে ছেলেকে যাচাই করার প্রশ্নতালিকা বা গাইডলাইন বানিয়ে দিতে পারি যেটা সম্মানজনক ও বাস্তবভিত্তিক হবে।


তুমি কি সেটা চাও?

Countdown Timer

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন