পরিস্থিতি ভয়াবহ! ১৪৪ ধারা জারি

 পরিস্থিতি ভয়াবহ! ১৪৪ ধারা জারি

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির দুগ্রুপে একই স্থানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোদাগাড়ীতে বিএনপির দুগ্রুপই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সমাবেশের ডাক দেয় একই স্থানে দলীয় কার্যালয়ের সামনে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে দুপক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


আরও পড়ুনঃ জয় বলেছেন মা পদত্যাগ করেননি, হাসিনা বললেন ভিন্ন কথা

পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবারে সমাবেশের জন্য অনুমতি নিয়েছি। কিন্তু অন্য গ্রুপ আমাদের পরে একই স্থানে সমাবেশের অনুমতি নিয়েছে। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।


অন্যদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া রুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নেওয়া হয়। অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এতে আমাদের কর্মীরাও আহত হয়েছেন।


আরও পড়ুনঃ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌর এলাকার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির দুগ্রুপ। একই স্থানে সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় উপজেলা প্রশাসন দ্রুত আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা আহ্বান করে। সভার সিদ্ধান্ত মোতাবেক গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন। সভায় বিএনপির উভয় গ্রুপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, একই স্থানে দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে সাধারণ মানুষ যাতে দৈনন্দিন জীবনে কোনো ভোগান্তিতে না পড়ে, সেদিকে নজর রাখা হবে।


আপনার মতামত লিখুনঃ



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা