জিএম কাদেরকে গ্রেফতারের আল্টিমেটাম
জিএম কাদেরকে গ্রেফতারের আল্টিমেটাম
আজ শনিবার (৩০ আগস্ট) সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরেরর ওপর হামলার প্রতিবাদে জিএম কাদেরের উত্তরা বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ এবং জরুরি সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকটি দাবি তোলেন সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ। এক পর্যায়ে তিনি বলেন, জাতীয় পার্টি পরপর তিনটি নির্বাচনকে যেভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, অতিদ্রুত তদন্তের মাধ্যমে তাদেরও নিষিদ্ধ করতে হবে।
পরে তিনি আরও বলেন, আজকে এই মঞ্চ থেকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে।
আরও পড়ুনঃ ডাকসুর প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল, মনোনয়ন সংগ্রহ ‘উন্মুক্ত’
এসময় নানা স্লোগান দিতে দেখা বিক্ষোভকারীদের। বলতে শোনা যায়, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’। পরে কুশপুত্তলিকা দাহের সময় স্লোগানে বিক্ষোভকারীরা বলেন, ‘হইরই রইরই, জিএম কাদের গেলি কই’। ‘জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না’।
আপনার মতামত লিখুনঃ
00:01
Comments
Post a Comment