বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

 বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর


শিক্ষা মন্ত্রণালয় দেশের এমপিওভুক্ত সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবে চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে এক হাজার টাকা করার বিষয়ও অন্তর্ভুক্ত আছে।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান জানিয়েছেন, প্রস্তাব এখন অর্থবিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তাই কিছু সময় লাগবে।

শিক্ষকরা মূলত বাড়িভাড়া বাবদ ৪৫ শতাংশ বৃদ্ধির দাবি করেছিলেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণালয় আপাতত ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। যদি সরকার এটি অনুমোদন দেয়, আপাতত আন্দোলন স্থগিত থাকবে।

এর আগে ১৩ আগস্ট শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রার মাধ্যমে পাঁচ দফা দাবি জানিয়েছেন। তাতে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বিনোদন ভাতা বৃদ্ধির বিষয় ছিল।

দেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারী কাজ করেন। এছাড়া নতুন ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বর্তমানে শিক্ষকরা মাসে বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। নতুন প্রস্তাব অনুমোদন হলে বাড়িভাড়া মূল বেতনের হারে এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ হবে
Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা