বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, জানা গেল সময়

 বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, জানা গেল সময়

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলাপ করতে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


রোববার বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় এনসিপি ও সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির সঙ্গে বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সময়সূচির কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।


আরও পড়ুনঃ নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, যত টাকা লাগবে

গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। এতে নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত ও এনসিপির পর সামনে অন্য দলগুলোকেও বৈঠকে ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে।


আরও পড়ুনঃ ব্যারিকেড সরলেও রয়েছে পুলিশ, কাকরাইল ফিরেছে পুরোনো রূপে

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন।


সংবাদ সম্মেলনে নুরুল হক নুরের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা বলার বিষয়টি উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা তাকে সমবেদনা জানিয়েছেন। আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্যান্য যারা আহত হয়েছেন তারা যেন বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা পান সেই ব্যবস্থা নেবেন। চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরেও পাঠানোর কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা