একা পেয়ে পোশাক খুলতে শুরু করেন প্রযোজক!’ হোটেলের বন্ধ করে ধ;-র্ষ;-ণ

 একা পেয়ে পোশাক খুলতে শুরু করেন প্রযোজক!’ হোটেলের বন্ধ ক


টলিউডের জনপ্রিয় মুখ ইন্দ্রাণী হালদার। ছোট পর্দা হোক বা বড় পর্দা, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছে তিনি কখনও ‘গোয়েন্দা গিন্নি’, কখনও বা ‘শ্রীময়ী’। কিন্তু এই সফলতার পথ মোটেই মসৃণ ছিল না। জীবনের একেবারে শুরুর দিকে বলিউডে গিয়ে এমন এক অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তিনি, যা আজও মনে করলে শিউরে ওঠেন।


ইন্দ্রাণী তখন সবে ২০ বছরের তরুণী। সরাসরি বলিউড থেকে সুযোগ এসেছিল তাঁর কাছে। প্রথম শিডিউলে শুটিংয়ে তিনি গিয়েছিলেন মায়ের সঙ্গে, তাঁদের রাখা হয়েছিল একটি ভালো হোটেলে। কিন্তু দ্বিতীয়বার যখন বাবার সঙ্গে যাওয়ার কথা, তখনই ঘটল অস্বাভাবিক ঘটনা। ইন্দ্রাণীর ফ্লাইট কাটা হয় সকালে, আর তাঁর বাবার টিকিট রাখা হয় বিকেলের। পৌঁছানোর পর ইন্দ্রাণীকে রাখা হয় এক নির্জন হোটেলে। তখনই সন্দেহ দানা বাঁধে তাঁর মনে।দুপুরবেলা হঠাৎ ফোন করে প্রযোজক জানালেন তিনি এখনই দেখা করবেন। অপ্রস্তুত ইন্দ্রাণী কিছু বুঝে ওঠার আগেই প্রযোজক তাঁর রুমে চলে আসেন। এরপরই শুরু হয় অশ্লীল আচরণ। হাত ধরে টানাটানি, এমনকি নিজের জামাকাপড় খোলারও চেষ্টা করেছিলেন ওই প্রযোজক। ইন্দ্রাণীর কথায়, তখন মনে হচ্ছিল যেন আর কোনো উপায় নেই, আজই তাঁকে ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়তে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ঠাকুরকে ডাকছিলেন, “আমাকে বাঁচাও।”

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা