যো;নি;প;থ টাইটের বিজ্ঞাপন ঘিরে নিয়া শর্মাকে ট্রোল: নেটিজেনদের প্রশ্ন, ‘ন;;গ্ন হয়েই বা রাস্তায় নামবেন না
যো;নি;প;থ টাইটের বিজ্ঞাপন ঘিরে নিয়া শর্মাকে ট্রোল: নেটিজেনদের প্রশ্ন, ‘ন;;গ্ন হয়েই বা রাস্তায় নামবেন না
ঢিলেঢালা জিনিস নিয়ে সমস্যায় পড়েছেন নিয়া শর্মা। তালিকায় আছে যোনিপথও! তবে না, চমকাবেন না। সবটাই বিজ্ঞাপনের জন্য।এদিন তিনি যোনিপথ টাইট করার ওষুধের বিজ্ঞাপন পোস্ট করেন একটি সোশ্যাল মিডিয়ায়। আর তার পরই তাঁকে রীতিমত কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
মুম্বই টেলিপাড়া এবং ওয়েবসিরিজের পরিচিত মুখ নিয়া শর্মা। বিশেষ করে ‘এক হাজারোঁ মেঁ’ ধারাবাহিকে ক্যানসার আক্রান্ত রোগীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে ন্যাড়া হওয়ায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। ইনস্টাগ্রামে রিল আসার পর সেই টেলি-অভিনেত্রীর ভিডিয়ো এখন নেটপাড়ার অন্যতম আকর্ষণ। খোলামেলা পোশাকে নিয়াকে দেখার জন্য আগ্রহী নেটাগরিকরা।
আরও পড়ুনঃ স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত
কিন্তু প্রশংসার পাশাপাশি প্রায়শই তাঁর দিকে আক্রমণ ধেয়ে আসে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নিয়া সে সবকে পাত্তা দেন না। তাই কখনও আক্রমণকারীদের কোনও জবাব দেননি। কিন্তু সম্প্রতি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োর বক্তব্য পড়লে বোঝা যাবে, সেই লেখা কেবল কুমন্তব্য করা নেটাগরিকদের জন্যই।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, কালো রঙের বিকিনি টপ পরে রয়েছেন তিনি, কোমরের নীচ থেকে নীল রঙের জিন্স। উন্মুক্ত পিঠে বিভিন্ন পোজে দাঁড়িয়ে নিয়া
Comments
Post a Comment