;যৌ*না*ঙ্গে ট্যাটু করার সময় কেমন লাগে জানালেন অভিনেত্রী নুশরত
;যৌ*না*ঙ্গে ট্যাটু করার সময় কেমন লাগে জানালেন অভিনেত্রী নুশরত
বর্তমানে ট্যাটু একটি ফ্যাশনে পরিণত হয়েছে। ছেলে মেয়ে উভয়ই বিভিন্ন ডিজাইনের ট্যাটু করাচ্ছে আর্টিস্টদের থেকে। তবে বর্তমানে প্রাইভেট পার্টে ট্যাটু করা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। বিশেষ করে ভালবাসার মানুষের নাম বিভিন্ন ডিজাইন করে আকিয়ে নিচ্ছে নিজেদের শরীরে।শরীরে ট্যাটু আকাটা খুব সহজ ব্যপার নয়। ট্যাটু করার সময় অনেক যন্ত্রনা সহ্য করতে হয়। কারণ ট্যাটু আঁকার মেশিন চামড়ার বেশ কিছুটা ভিতরে গিয়ে শরীরের রঙ করে। তাই কিছুটা ব্যথা সহ্য করতে হয় ক্লাইন্টদের। তবে শরীরের প্রাইভেট পার্ট সাধারণত শরীরের অন্যান্য জায়গা থেকে বেশী সংবেদনশীল। তাই সেখানে ট্যাটু তৈরি করার সময় কেমন অনুভব হয় তাই জানতে চাওয়া হয়েছিল বলিউডের অভিনেত্রী নুশরত ভারুচ্চার কাছে। তিনি বলেন, "প্রাইভেট পার্টে ট্যাটু করা খুবই চ্যালেঞ্জিং দুই জনের জন্যই। সাধারনত প্রাইভেট পার্টে ট্যাটু করতে গেলে একটু বেশী ব্যথা অনুভত হয়। তবে আর্টিস্টরা খুবই প্রোফেশনাল। তারা তাদের কাজটাই করে। এখানে অন্য কিছু ভাবার কিছু নেই। আসলে যৌনতা মানুষের মানুষিক বিষয়। আপনি বিষয়টা যেভাবে নিবেন আপনার কাছে ঠিক তেমনটাই মনে হবে।"
Comments
Post a Comment