আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই ছিল ভয়ংকর গোপন বন্দিশালা
আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই ছিল ভয়ংকর গোপন বন্দিশালা
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েকশ গজ দূরে একটি সামরিক ঘাঁটিতে একটি তড়িঘড়ি করে গাঁথা দেয়াল হঠাৎ ভেঙে ফেলা হয়। তদন্তকারীরা আবিষ্কার করেন, এটি ছিল একাধিক গোপন জেলখানা। ইট দিয়ে সদ্য বন্ধ করে রাখা একটি দরজা, যার পেছনে লুকিয়ে ছিল ঘন অন্ধকার, জানালাহীন ছোট ছোট কক্ষ।এই গোপন বন্দিশালার খোঁজ মেলে মীর আহমদ বিন কাসেম ও অন্যান্য ভুক্তভোগীদের স্মৃতির ভিত্তিতে। সরকারের সমালোচক মীর আহমদ বিন কাসেম আট বছর ধরে সেখানে বন্দি করে রাখা হয়েছিল। বন্দিত্বের সময় তিনি প্রায়ই চোখ বাঁধা অবস্থায় ছিলেন, কিন্তু নিয়মিত বিমানের অবতরণের শব্দ শুনে বুঝতে পারেন এটি বিমানবন্দরের কাছাকাছি।
তদন্তকারীরা অনুসরণ করে পৌঁছান একটি সামরিক ঘাঁটিতে, যেখানে মূল ভবনের পেছনে মেলে একটি ছোট, পাকা, শক্ত প্রহরায় ঘেরা ভবন। সেখানেই ছিল এই গোপন জেল, যা কার্যত ছিল ‘প্রকাশ্যেই লুকানো’।
00:01

Comments
Post a Comment