জাতির কাছে ক্ষমা চেয়ে একযোগে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

 জাতির কাছে ক্ষমা চেয়ে একযোগে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতাকর্মীরা।


প্রথমে পদত্যাগ পত্রে সই করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসিন সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা।


পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন– উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। এ কারণে মনে করি, আমরাও অপরাধী। এ জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় জাতীয় পার্টির কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। আমরা সবাই দেশের স্বার্থে, দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করবো।’


সূত্র : চ্যানেল২৪

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা