শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া গুঁড়িয়ে দিবো, ফ্যাসিবাদের শেষ চিহ্নও মুছে দিবো: পিনাকী

 শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া গুঁড়িয়ে দিবো, ফ্যাসিবাদের শেষ চিহ্নও মুছে দিবো: পিনাকী

জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবার আওয়ামী লীগকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ড. ইউনূসের আয়নাঘর পরিদর্শন শেষে সেখানকার প্রকাশিত ভিডিও ফুটেজে হাহা রিএ্যাক্ট দেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের তিনি মনুষ্যত্বহীন বলেছেন। এই আওয়ামী লীগের লোকজনদের রাজনীতি করার নূন্যতম নৈতিক অধিকার নেই বলে তিনি দাবি করেন।


পিনাকী আরও বলেন, জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে যাদের ন্যূনতম অনুশোচনা নেই তাদের সাথে তাদের ভাষাতেই জবাব দিতে হবে। ফ্যাসিস্ট শুধু ফ্যাসিজমের ভাষাই বুঝবে।তিনি আওয়ামী নেতা-কর্মীদের হুঁশিয়ারি করে বলেন: “আমি শপথ নিলাম, তোদের টুঙ্গিপাড়া গুঁড়িয়ে দিবো, ফ্যাসিবাদের শেষ চিহ্নও মুছে দিবো।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

3 জিবি ইন্টারনেট ফ্রী সকল সিমের জন জেনে নিন

যে গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

কোন ভি’টামিনে ছেলেদের লি’ ঙ্গ মোটা তাজা ও বড় হয়, জেনে নিন