ভারতকে কড়া বার্তা দিলো বাংলাদেশ

 ভারতকে কড়া বার্তা দিলো বাংলাদেশ

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে অনলাইনে একটি ভাষন দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছেন।


ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া এই বিষয়ে একটি প্রতিবাদপত্রে গভীর উদ্বেগ, হতাশা এবং বাংলাদেশ সরকারের গুরুতর আপত্তি প্রকাশ করেছে, কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।


আরও জানানো হয়েছে, শেখ হাসিনার এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।


পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অনুরোধ করেছে যে, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে শেখ হাসিনা ভারতে অবস্থাররত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা