স্বাধীনতার পর প্রথমবার গোপাল*গঞ্জে জামা*য়াতের শোভাযাত্রা
স্বাধীনতার পর প্রথমবার গোপাল*গঞ্জে জামা*য়াতের শোভাযাত্রা
১৯৭১ সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো গোপালগঞ্জে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দলটির নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে কোট মসজিদ এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জামায়াত নেতারা জানান, এই শোভাযাত্রা আগাম নির্বাচনী প্রচারণার অংশ। সেখানে গোপালগঞ্জ-১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ চবির শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গেলে শিক্ষা*র্থীদের ধাওয়া ছাত্রী*দের
গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান বলেন, গোপালগঞ্জসহ সারা দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী এই নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে।
পথসভায় বক্তব্য দেন জামায়াতের গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান তুলে ধরেন এবং সমর্থকদের একযোগে কাজ করার আহ্বান জানান।
Comments
Post a Comment