মোদির পাশে বসে বাংলাদেশের সরকার পতন ইস্যুতে যা বললেন ট্রাম্প

 মোদির পাশে বসে বাংলাদেশের সরকার পতন ইস্যুতে যা বললেন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।


আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইস্যু নিয়ে দুই নেতার আলোচনার একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিতে দেখা যায়, নরেন্দ্র মোদির পাশে বসে আছেন ট্রাম্প সেখানেই বাংলাদেশ বিষয় নিয়ে প্রশ্ন করেন এক।বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। এ সময় একে অপরকে আলিঙ্গন করেন ও হাত মেলান ট্রাম্প-মোদি।


দুই নেতা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এমন এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।


এক সাংবাদিক বলেন, মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলতে চান? কারণ আমরা দেখেছি, কীভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল—এটি স্পষ্ট। আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরোসের সাথেও দেখা করেন… সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কী?


ডোনাল্ড ট্রাম্প জবাব দেন, ‘না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিলাম।’


অন্যদিকে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে উঠতেই মোদি বলেন, ‘অনেকেই হয়ত বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। কিন্তু এটা ঠিক নয়। ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল।



বাংলাদেশ ইস্যু আমি মোদির ওপরই ছেড়ে দেবো: ডোনাল্ড ট্রাম্প

মোদির সঙ্গে বৈঠক: হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ নাকচ করে যা বললেন ট্রাম্প


গলায় ডিম আটকে মারা গেল মেহজাবিন (6,801)

হবিগঞ্জে সেনা সদস্য নিহত (4,653)

মোদির পাশে বসে বাংলাদেশের সরকার পতন ইস্যুতে যা বললেন ট্রাম্প (2,909)

‘আমরা এক ভয়ংকর অপরাধীকে ভারতের হাতে তুলে দিচ্ছি, যিনি মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত’ (2,809)

ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার (2,512)


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা