পাকিস্তানের পথে বাংলাদেশের যুদ্ধজাহাজ, কী ঘটতে যাচ্ছে?

 পাকিস্তানের পথে বাংলাদেশের যুদ্ধজাহাজ, কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে, এবং দু'দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি, বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করেছে, যা ভারতে পাশ কাটিয়ে এক মাস আগেই সম্পন্ন হয়। এই বাণিজ্যিক লেনদেনের খবর ছড়িয়ে পড়ার পর, করাচি ও ঢাকার মধ্যে নতুন বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা দুর্বল হয়েছে। একসময়কার ঘনিষ্ঠ মিত্র ভারত এখন বাংলাদেশের জনগণের কাছে কিছুটা উপেক্ষিত। এই পরিস্থিতিতে, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরালো হচ্ছে।


গত সপ্তাহে, বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। এবার, বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা সমুদ্রজয় আন্তর্জাতিক নৌবহর পযালোচনা 'ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ'তে অংশ নিতে করাচি যাচ্ছে। রবিবার, জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা করেছে এবং ৭-১১ ফেব্রুয়ারি পর্যন্ত

 করাচি বন্দরে অবস্থান করবে। সেখানে "এক্সারসাইজ ২০২৫" নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

ঘটনার নতুন মোড়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের জরুরী বার্তা